পাঁচ হাজার টাকার দ্বন্দ্বে সৎবোনের লাঠির আঘাতে ভাইয়ের মৃত্যু!

নাটোরের বড়াইগ্রাম উপজেলার চকপাড়া এলাকায় পাঁচ হাজার টাকা নিয়ে দ্বন্দ্বের জেলে সৎবোনের লাঠির আঘাতে এক ভাইয়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে ওই বোনসহ দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বড়াইগ্রাম থানার এসআই আনেয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নান মনিরুল ইসলাম (২৭)। আটককৃতরা হলো নিহতের বড়ভাই মানিক হোসেন (৪০) এবং নিহতের সৎবোন অভিযুক্ত উম্মে হানি (৩২)।

এসআই আনোয়ারুল ইসলাম প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানান, প্রাথমিকভাবে শোনা যাচ্ছে, নিহত মনিরুল তার ভাই মানিকের কাছ থেকে বেশ কিছুদিন আগে পাঁচ হাজার টাকা ধার নেন। দীর্ঘদিন পরও তা পরিশোধ না করায় উভয়ের মধ্যে  দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে মনিরুলের একটি ছাগল নিয়ে বেধে রাখে মানিকের বউ শরিফা বেগম। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে উপস্থিত সৎবোন উম্মেহানি লাঠি দিয়ে মনিরুলের মাথায় আঘাত করলে তিনি জ্ঞান হারান। পরিবারের সদস্যরা মনিরুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার এবং ওই দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।