করোনায় চিকিৎসকের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. মো. ওবাইদুল্লাহ (৬২) মারা গেছেন। তিনি করোনা পজিটিভ ছিলেন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর কল্যাণপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি মারা যান। ওই হাসপাতালে ১০দিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। ডা. মো. ওবাইদুল্লাহ’র  স্ত্রী ডা. নাজমা খাতুনও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

ডা. ওবাইদুল্লাহ’র বন্ধু ডা. চিন্ময় কান্তি দাস বলেন, ‘১২ দিন আগে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।’

অধ্যাপক ডা.ওবাইদুল্লাহ অবসরের পর রাজশাহীর ইসলামি ব্যাংক মেডিক্যাল কলেজে বায়োকেমিস্ট্রির শিক্ষক হিসেবে যোগ দেন। তার ছেলে আমেরিকা প্রবাসী। মেয়ে রাজশাহী মেডিক্যাল কলেজের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী। এই চিকিৎসকের বাড়ি মহানগরীর পাঠানপাড়া এলাকায় হলেও বসবাস করতেন উপশহরের নিজ ফ্ল্যাটে।