ক্রেতার ছুরিকাঘাতে তরমুজ ব্যবসায়ী নিহত

নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের সাঁতপুকুরিয়া বাজারে দরকষাকষির জেরে ক্রেতার ছুরিকাঘাতে তরমুজ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে ব্যবহৃত ছুরিসহ ঘাতককে আটক করেছে পুলিশ। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জিল্লুর প্রামাণিক (৪৫) একই ইউনিয়নের ইন্দ্রাসন গ্রামের গেদা ওরফে খরু প্রামাণিকের ছেলে। আটক বাচ্চু ঘটক একই গ্রামের মৃত নছুর মোল্লার ছেলে।

ওসি নূর এ আলম সিদ্দিকী প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শুক্রবার দুপুরে সাঁতপুকুরিয়া বাজারে তরমুজ বিক্রি করছিলেন জিল্লুর। এ সময় তরমুজ কিনতে দোকানে যান বাচ্চু ঘটক। তরমুজের দাম নিয়ে দোকানি জিল্লুরের সঙ্গে বাচ্চুর কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাচ্চু দোকানে থাকা তরমুজ কাটার ধারালো ছুরি দিয়ে জিল্লুরের শরীরে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে বাচ্চু ঘটককে আটক করে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়।