স্বামীর নির্যাতনে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের আটুয়া রাথুর মোড় এলাকায় স্বামীর নির্যাতনে হাফিজা (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৯) সকালে ইঁদুর নিধনে ব্যবহৃত গ্যাস ট্যাবলেট খাওয়ার পর তিনি মারা যান। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হক এ তথ্য জানান।

ওই গৃহবধূর স্বামীর নাম হাসান মাসুদ। তাদের বাড়ি আটুয়া রাথুর গ্রামে। তাদের ৬ মাসের এক শিশু সন্তান রয়েছে।

নিহতের বাবা মমিন ও ভাই রায়হান জানান, বেশ কিছু দিন থেকে হাফিজাকে শারীরিক-মানসিক নির্যাতন করছিল মাসুদ। গত রাতেও তাকে মারপিট করা হয় বলে জানিয়েছেন প্রতিবেশীরা। ওই ঘটনার জেরে সকালে হাফিজা গ্যাস ট্যাবলেট খাওয়ার পর প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বনপাড়া আমিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওসি আনোয়ারুল হক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় ইউডি মামলা হয়েছে। তবে তাদের কাছে নিহতের বাবা-ভাই কোনও অভিযোগ জানাননি। তদন্তের পর প্রকৃত রহস্য উদঘাটন হবে।