৫৮ লাখ টাকার কোকেনসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আনুমানিক ৫৮ লাখ টাকার মূল্যের ৫৮০ গ্রাম কোকেনসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১২-এর সদস্যরা। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা থেকে আটকদের মধ্যে রয়েছে উল্লাপাড়া উপজেলার কৈবর্ত্তগাঁতী গ্রামের হাজী আবু বক্করের ছেলে হাফিজুর রহমান (৩১), সুবৌদ্য মরিচ গ্রামের ইয়াছিন প্রামানিকের ছেলে আব্দুল জুব্বার (২৪), শুকলাহাট এলাকার মৃত মন্টু রাম হালদারের ছেলে বাচ্চু কুমার হালদার আশীষ (৩৬) ও পাবনা জেলার ভাঙ্গুড়া থানার ময়দানদিঘী এলাকার গোলাম মোস্তফার ছেলে জাহিদ হাসান (৪০)।

বুধবার (২১ এপ্রিল) সকালে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট এবং অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।

এতে বলা হয়, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী পালপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৮ লাখ টাকা মূল্যের ৫৮০ গ্রাম কোকেনসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইলফোন জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করে উদ্ধার আলামতসহ উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।