রাবিতে অ্যাডহকে নিয়োগ পাওয়াদের যোগদান স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাডহকে নিয়োগ পাওয়া ১৪১ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর যোগদান স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  শনিবার (৮ মে ) রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে যোগদান স্থগিতের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ মে রাবিতে দেওয়া অ্যাডহক নিয়োগকে অবৈধ ঘোষণা করে তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে কোনও ধরনের সিদ্ধান্ত না আসা পর্যন্ত  এসব নিয়োগপত্র অনুযায়ী যোগদান এবং সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, ৫ মে বিদায়ী উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান তার শেষ কর্মদিবসে সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৪১ জনকে অস্থায়ী বা অ্যাডহক পদ্ধতিতে নিয়োগ দেন। ওই দিন সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় এই নিয়োগকে অবৈধ ঘোষণা করে এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন করে।