পুকুরে মিললো দেড় হাজার বছর আগের গঙ্গা মূর্তি

নাটোরের লালপুর উপজেলার চামটিয়া গ্রামের এক পুকুরে পাওয়া গেছে প্রায় দেড় হাজার বছর আগের গঙ্গা মূর্তি। মূর্তিটি সংরক্ষণের ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মি আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুকুর মালিক আব্দুল মান্নান জানান, মঙ্গলবার (২৫ মে) সকালে তিনি লোকজন নিয়ে তার পুকুরটি সংস্কার করছিলেন। এক পর্যায়ে কোদালে মূর্তিটির আঘাতে শব্দ হয়। পরে মাটি সরানো হলে মূর্তিটি বেরিয়ে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মূর্তিটির দৈর্ঘ্য তিন ফুট, প্রস্থ দেড় ফুট। ওজন প্রায় ১৪৫ কেজি। লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মি আক্তার জানান, খবর পেয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। এটি পাথরের তৈরি।

ইউএনও জানান, রাজশাহী বরেন্দ্র যাদুঘর কর্তৃপক্ষ তাকে বলেছেন, ওই গঙ্গা মূর্তিটি প্রায় দেড় হাজার বছরের পুরনো। মূর্তিটি সংরক্ষণের জন্য জেলা ট্রেজারিতে পাঠানো হয়েছে। জেলা প্রশাসন পরবর্তী ব্যবস্থা নেবেন।