চাঁপাইনবাবগঞ্জে লকডাউন বাড়লো

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাঁপাইনবাবগঞ্জে লকডাউন বাড়ানো হয়েছে আরও সাত দিন। সোমবার (৩১ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

এ সময় জেলা প্রশাসক জানান, করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সংক্রমণের মাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। তবে এর সুফল পেতে আগের ১১ দফা নির্দেশনা বহাল রেখে এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে জনগণকে নিরাপদ রাখতে আরও এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়ানো হলো। তবে লকডাউন চলাকালে আম পরিবহন ও বাজারজাত স্বাভাবিক রাখতে বাইরে থেকে ব্যবসায়ীরা জেলায় আম কিনতে আসতে পারবেন। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, পৌর মেয়র নজরুল ইসলামসহ জেলা করোনা প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।