নাটোরের দুই পৌরসভা লকডাউনের সিদ্ধান্ত

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় নাটোর ও সিংড়া পৌরসভা সাত দিনের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (০৭ জুন) মধ্যরাতে অনলাইনে জরুরি এক সভা শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নাটোরের জেলা প্রশাসক শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা ও সিভিল সার্জন ডা. মিজানুর রহমানকে আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহ্‌মেদ পলক।

রাত ১১টায় শুরু হওয়া এ সভায় অংশ নেন- জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন ছাড়াও স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও সাংবাদিকরা।

প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহ্‌মেদ পলক জানান, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। সবাইকে মাস্ক পরিধান বাধ্যতামূলক করার ব্যবস্থা করতে হবে। কর্মহীনদের জন্য জরুরি পণ্য সরবরাহ করবেন স্বেচ্ছাসেবকরা। জরুরি পণ্য পরিবহনে যাতে কোনও সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক শাহরিয়াজ বলেন, আগামী ৯ জুন (বুধবার) থেকে ১৫ জুন পর্যন্ত নাটোরে লকডাউন থাকবে। এটি বাস্তবায়নে করণীয় ঠিক করতে মঙ্গলবার (০৮ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা ডাকা হয়েছে। সেখানে লকডাউনের ঘোষণা দেওয়া হবে।