লকডাউনেও নাটোরে বাড়ছে সংক্রমণ, মূল কারণ রাস্তায় ঘোরাঘুরি

লকডাউনের মধ্যেও নাটোরে বেড়েই চলছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৮২ জনের শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৩ দশমিক ২৪ শতাংশ।

শুক্রবার (১১ জুন) বিকালে জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ১৫ হাজার ৩৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ১২৮ জনের। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৩ দশমিক ২৪ শতাংশ। এরমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ জন।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় মিলন কুমার গুহ (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি শহরের উত্তর পটুয়াপাড়া মহল্লার নির্মল কুমারের ছেলে। ৮ জুন করোনা শনাক্তের পর তিনি সদর হাসপাতালে ভর্তি হন। তিনি গুরুদাসপুর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছিলেন।

এর আগে বুধ ও বৃহস্পতিবার দুই জন করে মারা গেছেন করোনায়। এরমধ্যে নাটোর সদর হাসপাতালে দুই জন ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়।

এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে নাটোর ও সিংড়া পৌর শহরে চলছে সাতদিনের কঠোর লকডাউন। গত বুধবার সকাল ৬টা থেকে লকডাউন শুরু হয়। তবে লকডাউনেও স্বাস্থ্যবিধি মানছে না মানুষ। রাস্তায় ঘোরাঘুরি করার কারণে বাড়ছে সংক্রমণ।

যদিও বুধবার (৯ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত নাটোর সদর ও সিংড়া পৌর এলাকায় অভিযান চালিয়ে ২৯ জনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবারও কয়েকজনকে জরিমানা করা হয়।

জেলা সিভিল সার্জন মিজানুর রহমান বলেন, নাটোরে করোনা সংক্রমণের হার বাড়ার মূল কারণ স্বাস্থ্যবিধি না মেনে লকডাউনের মধ্যে রাস্তায় ঘোরাঘুরি। এ জন্য করোনার সংক্রমণ বেড়েই চলছে। এ নিয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।