রামেক হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন করোনা আক্রান্ত ছিলেন। বাকি দুই জন করোনার উপসর্গ নিয়ে মারা যান। রবিবার (১৩ জুন) সকাল ৮টা থেকে সোমবার (১৪ জুন) সকাল ৮টার মধ্যে তারা মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

এ নিয়ে গত ১ জুন থেকে ১৪ জুন সকাল ৮টা পর্যন্ত মারা গেছেন ১৩৭ জন। এর মধ্যে ৮০ জনই মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর। বাকিরা করোনার উপসর্গ নিয়ে মারা যান।

হাসপাতালের পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে সাত জন পুরুষ ও পাঁচ জন নারী। এদের মধ্যে রাজশাহীর তিন জন, চাঁপাইনবাবগঞ্জের ছয় জন, নাটোরের দুই জন ও মেহেরপুরের একজন বাসিন্দা রয়েছেন।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ জন। এর মধ্যে রাজশাহীর ৩৩, চাঁপাইনবাবগঞ্জের পাঁচ, নওগাঁ ও পাবনার দুই জন করে এবং নাটোর ও কুষ্টিয়ার একজন করে ভর্তি হন। একই সময় সুস্থ হয়েছে হাসপাতাল ছেড়েছেন ২৬ জন।

তিনি আরও বলেন, সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের ২৭১ বেডের বিপরীতে ভর্তি রয়েছেন ৩০৭ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে ৩৬ জন রোগীকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীর চাপ থাকায় আরও একটি ওয়ার্ড তৈরি করা হচ্ছে। অক্সিজেন সুবিধাসহ নতুন ওয়ার্ডটি আজকের মধ্যে প্রস্তুত হয়ে যাবে।

হাসপাতালের পরিচালক বলেন, রোগীদের যাদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে, তাদের শুধু ভর্তি করা হচ্ছে। অন্যদের ব্যবস্থাপত্র দিয়ে বাড়ি থেকেই চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। সবাইকে হাসপাতালে ভর্তি করা হলে পুরো হাসপাতালেও করোনা রোগী রাখার জায়গা হবে না বলে জানান তিনি।

তিনি আরও বলেন, রাজশাহী নগরীতে এখন লকডাউন চলছে। দুই সপ্তাহ সর্বাত্মক লকডাউন বাস্তবায়ন হলে সংক্রমণ ও মৃত্যু কমেআসবে বলে আশা প্রকাশ করেন তিনি।