মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ৩৭৯টি বুলেট

কৃষি জমিতে পানি দিতে ড্রেনের মাটি খোঁড়ার সময় ৩৭৯টি বুলেট পেয়েছেন নাটোরের এক কৃষক। এর মধ্যে ২৬৯টি তাজা এবং ১১০টি ব্যবহৃত তথা অংশবিশেষ।

সোমবার (১৪ জুন) সকালে নাটোরের সদর উপজেলার বালীয়াডাঙ্গা গ্রামের কৃষক আফাজ উদ্দিন এ বুলেটগুলো মাটির নিচ থেকে বের করেন।

bullet

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, কৃষক আফাজ উদ্দীন সোমবার সকালে তার কৃষি জমিতে পানি সেচ দেওয়ার জন্য মাটিকেটে ড্রেন তৈরি করছিলেন। এ সময় মাটির ২-৩ হাত নিচে বুলেটগুলো দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের মাটি সরিয়ে মোট ২৬৯টি অব্যবহৃত এবং ব্যবহৃত ১১০টি বুলেট উদ্ধার করে।

বুলেটগুলোতে মরিচা ধরেছে দাবি করে তিনি বলেন, থ্রি নট থ্রির বুলেট এগুলো। মুক্তিযুদ্ধকালীন বলে ধারণা করা হচ্ছে।