বগুড়ায় ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনা আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন দিনে এ জেলায় ১১ জনের প্রাণ কেড়ে নিলো ভাইরাসটি।

একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৬১ জন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।

মৃত চারজন হলেন- বগুড়ার গাবতলীর দুদু প্রামানিক (৬৭), নওগাঁর আবদুর রউফ (৭৬), একই জেলার অজিত কুমার (৩০) ও জয়পুরহাটের পাঁচবিবির মাহফুজা খাতুন (৬০)।

এদের মধ্যে দুদু প্রামানিক বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে, অজিত ও মাহফুজা বগুড়া শজিমেক হাসপাতালে, রউফ টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে এবং রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, এ জেলায় গত ১৬ জুন চারজন ও ১৭ জুন তিন জন মারা গেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ২৭৪টি নমুনা পরীক্ষায় করে ৬১ জনের দেহে করোনা ধরা পড়ে। আক্রান্তের হার ২২ দশমিক ২৬ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৩৪ জন। নতুন আক্রান্তের মধ্যে ৪৯ জন সদরের, শিবগঞ্জের ৪, আদমদীঘির ৩, সোনাতলার ২, শেরপুরের ২ এবং কাহালুর ১ জন রয়েছেন।

ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, এ নিয়ে জেলায় মোট ১২
হাজার ৭৫৭ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১২ হাজার ১৩৫ জন। মোট মারা গেছেন ৩৪০ জন। বর্তমানে বাড়ি ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৮২ জন।