জেলের জালে ধরা পড়লো ৭১ কেজির বাঘাইড়

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হরিশংকরপুর ঘাটে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৭১ কেজি ১৫ গ্রাম ওজনের বিশাল বাঘাইড় মাছ।

রবিবার (২১ জুন) বিকালে মাছটি ধরা পড়ে। পরে বাজারে নিয়ে গেলে ৬৫ হাজার টাকায় মাছটি কেনেন সিরাজগঞ্জ জেলার মাছ ব্যবসায়ী ওয়াজিদ আলী। সোমবার (২১ জুন) বিকালে এসব তথ্য জানিয়েছেন গোদাগাড়ীর সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুন কুমার।

স্থানীয় জেলে খোশ মোহাম্মদ, হবি, মান্নান ও দুরুল হুদার জালে মাছটি ধরা পড়ে। তাদের দাবি, এখন পর্যন্ত রাজশাহী জেলায় পাওয়া বাঘাইড় মাছের মধ্যে সবচেয়ে বড় এটি। প্রেমতলীর মাছের আড়তে ওয়াজিদ আলীর কাছে ৬৫ হাজার টাকায় মাছটি বিক্রি করেছি। তিনি মাছটি পিকআপে করে সিরাজগঞ্জে পাঠিয়ে দেন।

প্রেমতলীর মাছের আড়তদার আনিসুল ইসলাম ও আব্দুস সাত্তার জানান, মাছটি বিক্রির জন্য রাজধানীর বাড্ডা, নিউমার্কেট ও গাবতলীসহ ঢাকার বেশ কয়েকজন মাছ ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু বড় মাছ ও বেশি দাম বলে কেউ ঝুঁকি নিতে চাননি। পরে মাছটি কিনেছেন সিরাজগঞ্জের মাছ ব্যবসায়ী ওয়াজিদ। পরে এক হাজার ১০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেছেন তিনি।