এবার নাটোরের সব পৌর এলাকায় বিধিনিষেধ

নাটোর ও সিংড়া পৌর এলাকায় সার্বিক চলাচলে ১৫ দিনের বিধিনিষেধ শেষে আরও সাত দিন বাড়ানো হয়েছে। পাশাপাশি অপর ছয়টি পৌর এলাকাকেও আনা  হয়েছে এই বিধিনিষেধের আওতায়। মঙ্গলবার (২১ জুন) রাতে এই ঘোষণা দেন নবনিযুক্ত জেলা প্রশাসক শামীম আহমেদ।

জেলা করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তের অনুযায়ী এক আদেশে বলা হয়, এই বিধিনিষেধ ২২ জুন সন্ধ্যা ৬টা থেকে ২৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

বিধিনিষেধের আওতাভুক্ত পৌরসভাগুলো হলো– নাটোর পৌরসভা, সিংড়া, বনপাড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, গোপালপুর, বাগাতিপাড়া ও নকডাঙ্গা পৌরসভা।

জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, করোনাভাইরাস সংক্রমণের চলমান পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, এই আদেশ বাস্তবায়নে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা পুলিশ।