নাটোরে ৫০টি অক্সিজেন সিলিন্ডার দিলেন এমপি শিমুল

নাটোরে করোনাভাইরাসে আক্রান্তদের জন্য জেলা সদর হাসপাতালে ৫০টি অক্সিজেনসহ সিলিন্ডার ও ১০টি অক্সিজেন কনসেনট্রেটর দিয়েছেন সদর ও নলডাঙ্গা আসনের (নাটোর-২) সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে সদর হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ কুমার এই সামগ্রী বুঝে নেন। এ সময় সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

শিমুল বলেন, নাটোর করোনা ইউনিটকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। বেড়েছে করোনা সংক্রমণ ও রোগীর সংখ্যা। এমন অবস্থা জানানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই সামগ্রী দেওয়া হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নাটোরে মোট ২১৫ জনের নমুনা পরীক্ষায় ৭০ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন দুইজন। এর মধ্যে একজন করোনা পজিটিভ অন্যজনের উপসর্গ ছিলো।