করোনা উপসর্গে সাংবাদিকের মৃত্যু

পাবনার স্থানীয় দৈনিক স্বতঃকণ্ঠের বার্তা সম্পাদক মাহমুদা নাসরিন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাংবাদিক মাহমুদা নাসরিন বেশ কয়েকদিন যাবৎ করোনা উপসর্গে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। রবিবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মাহমুদা নাসরিন পাবনা সদর উপজেলার টিকুরী গ্রামের মৃত লিয়াকত আলীর স্ত্রী। তিনি পাবনা পৌরসভা এলাকার  গাছপাড়ায় নিজ বাড়িতে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান এবং সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সংবাদপত্র পরিষদ পাবনার সভাপতি আব্দুল মতীন খান, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক কাজি বাবলা।

এদিকে, গত ২৪ ঘণ্টায় পাবনায় নতুন করে ১৩৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।