রাবি শিক্ষার্থীদের টিকার চতুর্থ ধাপের নিবন্ধন শুরু বুধবার 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনতে নতুন করে তথ্য সংগ্রহ শুরু করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে তিনধাপে তথ্য সংগ্রহ করা হলেও জাতীয় পরিচয়পত্র জটিলতায় অনেক শিক্ষার্থী টিকার নিবন্ধন করতে পারেননি। এ অবস্থায় বুধবার (২৮ জুলাই) থেকে বাদ পড়া শিক্ষার্থীদের চতুর্থ ধাপের তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। তথ্য সংগ্রহ চলবে ১৬ আগস্ট রাত ১২টা পর্যন্ত। 

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক ড. আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ও দ্বিতীয় ধাপে যেসব শিক্ষার্থীর তথ্য স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানো হয়েছিলো, তারা সুরক্ষা ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পেরেছেন। অনেকেই ইতোমধ্যে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। তৃতীয় ধাপে সংগৃহীত তথ্য স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানো হয়েছে। নতুন তালিকার তথ্যগুলো সুরক্ষা অ্যাপে আপলোড হলেই তৃতীয় ধাপের তথ্য প্রদানকারীরা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারবেন।

বিজ্ঞাপ্তিতে আরও বলা হয়, জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে তৃতীয় ধাপেও অনেক শিক্ষার্থী আবেদন করতে পারেননি। তাদের অনেকেই নতুন জাতীয় পরিচয়পত্র হাতে পেয়েছেন এবং অনেকের জাতীয় পরিচয়পত্রের আবেদনের বিষয়টি প্রক্রিয়াধীন। এসব ছাত্রছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চতুর্থধাপে তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে। যারা আগে তথ্য দিতে পারেননি, তারা বুধবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে আগামী ১৬ আগস্ট রাত ১২টা পর্যন্ত তথ্য দিতে পারবেন। 

যে লিংক ব্যবহার করে তথ্য দিবে তা হলো- https://sites.ru.ac.bd/studentnid/login.php

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে জাতীয় পরিচয়পত্র ছাড়া কোভিড-১৯ ভ্যাকসিন পাওয়ার কোনও উপায় নেই। সেক্ষেত্রে (https://services.nidw.gov.bd/new_voter) এই লিংকে প্রবেশ জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করা যাবে।