রাজশাহী মেডিক্যালে আরও ১৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ছয় ও উপসর্গে সাত জন মারা গেছেন। এছাড়া করোনা পরবর্তী জটিলতায় মারা গেছেন পাঁচ জন। শনিবার (৩১ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ছয়, চাঁপাইনবাবগঞ্জের এক, নাটোরের চার, নওগাঁর তিন, পাবনার তিন ও কুষ্টিয়ার এক জন রয়েছেন। ১১ জন পুরুষ ও সাত জন নারী। তাদের পাঁচ জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চার, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে চার ও ৩০ থেকে ৪০ বছর বয়সের মধ্যে পাঁচ জন।

শামীম ইয়াজদানী আরও জানান, রামেক হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৫৩ জন ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৬ জন। রবিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩টি শয্যার বিপরীতে ৪১৮ জন  ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১৮ জন।

করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১৯৫ জনের করোনা শনাক্ত রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৬০ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ৬৩ জন।

রামেক হাসপাতালের পরিচালক জানান, শনিবার রাতে দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৪২৮টি নমুনা পরীক্ষায় ১৪০ জনের করোনা পজিটিভ আসে। শনাক্তের হার ৩২ দশমিক ৭১ শতাংশ। আগের দিন শুক্রবার ছিল ২৪ দশমিক ৩২ শতাংশ, বৃহস্পতিবার ২২ দশমিক ৮৮ শতাংশ, বুধবার ২৮ দশমিক ৯০ শতাংশ, মঙ্গলবার শনাক্তের হার ছিল ২২ দশমিক ৭৬ শতাংশ।