‘বজ্রাঘাতে মৃতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে’

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর পাড়ে বজ্রাঘাতে মারা যাওয়া ১৬ জনের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। বুধবার (০৪ আগস্ট) বিকাল ৪টার দিকে বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন তিনি।

মো. মঞ্জুরুল হাফিজ বলেন, হাসপাতাল থেকে এ পর্যন্ত আমরা ১৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছি। বর্তমানে আহত অবস্থায় ১০ জন হাসপাতালে ভর্তি আছেন। মৃত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেবে জেলা প্রশাসন। একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসা খরচ বহন করা হবে। 

এর আগে দুপুর ১২টার দিকে উপজেলার চর পাঁকা ইউনিয়নের চর পাঁকা এলাকার আলিনগর ঘাটে বজ্রাঘাতে ১৬ বরযাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন ১৪ জন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেছেন, ‘সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন থেকে বরপক্ষ পাঁকা ইউনিয়নের পাঁকা গ্রামে নৌকাযোগে কনের বাড়িতে যাচ্ছিল। এ সময় বৃষ্টি শুরু হলে নদীর পাড়ের একটি টিনের চালার নিচে আশ্রয় নেন তারা। তখন বজ্রাঘাত হলে ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও চার জন নারী। আলীনগর ঘাট থেকে লাশগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. ছাবের আলী প্রামাণিক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘৪০ বরযাত্রী ছিলেন। ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১০ জন সুস্থ আছেন। কেউ নিখোঁজ নেই।’