চাঁপাইনবাবগঞ্জে গণপরিবহনে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গণপরিবহনে ডাকাতির ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২৫ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন র‌্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জিয়া।

গ্রেফতার চার জন হলো– জেলার ভোলাহাট উপজেলার বড়গাছি এলাকার আফজাল হোসেনের ছেলে আনোয়ার হোসেন, মহসীনের ছেলে লাল্টু মিয়া, ইউসুফ আলীর ছেলে আব্দুল জাব্বার এবং আব্দুল শুকুরের ছেলে মোখলেসুর রহমান।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের অধিনায়ক বলেন, ‘সোমবার দিবাগত রাত দেড়টার দিকে র‌্যাব-৫ রাজশাহীর একটি দল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে আনোয়ার হোসেনকে ডাকাত হিসেবে শনাক্ত করেন ডাকাতির ঘটনায় আহত বাসের একজন চালক। তার স্বীকারোক্তি অনুয়ায়ী অন্য তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির কথা স্বীকার করেছে।’ 

র‌্যাব জানায়, এ ঘটনায় ভোলাহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ডাকাতি হওয়া মালামাল ও অর্থ উদ্ধারে অভিযান চলমান রয়েছে। 

গত ২৩ আগস্ট রাত ৮টার দিকে ভোলাহাট-কানসাট সড়কের ফলিমারি বিল এলাকায় তিনটি নাইটকোচে ডাকাতির ঘটনা ঘটে। সে সময় বাসের যাত্রীদের মারধর করা হয় এবং নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আরও খবর: চাঁপাইনবাবগঞ্জে গণপরিবহনে ডাকাতি, আহত ৫