রামেকের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্য

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় এক ও উপসর্গে চারজন মারা গেছেন। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার সকাল ৮টা পর্যন্ত রামেকের ২৮৬ শয্যার করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৫৯ জন। বর্তমানে রাজশাহীর ৭৬, চাঁপাইনবাবগঞ্জের ২৫, নাটোরের ১৯, নওগাঁর ১০, পাবনার ১২, কুষ্টিয়ার আট, চুয়াডাঙ্গার চার ও জয়পুরহাটের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। করোনা নিয়ে ভর্তি ৫৮ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৬ জন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রামেক হাসপাতালের ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২ জনের। একই দিনে রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ১৮৫ জনের। তাদের মধ্যে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চলতি মাসের ১১ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৭৫ জন। গত মাসে মারা মৃত্যু হয় ৩৭৪ জনের।