রামেকের করোনা ইউনিটে মৃত্যু কমেছে

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। চারজনই করোনায় মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৫ জনের। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

চলতি মাসের প্রথম ১৫ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৯৬ জন। তাদের মধ্যে করোনায় ৩৭, উপসর্গ নিয়ে ৫১ ও করোনা পরবর্তী স্বাস্থ্য জটিলতায় সাত জনের মৃত্যু হয়েছে।

গত মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৭৪ জন। তাদের মধ্যে করোনায় ১৫৪, উপসর্গ নিয়ে ১৮৬ ও করোনা পরবর্তী স্বাস্থ্য জটিলতায় ৩৪ জন মারা গেছেন।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় নওগাঁর দুই এবং রাজশাহী ও নাটোরের একজন করে মারা গেছেন। ২৪০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছে ১২১ জন। তাদের মধ্যে ৪০ জন করোনায় আক্রান্ত। উপসর্গ নিয়ে ভর্তি ৪৮ জন। গত ২৪ ঘণ্টায় ১৩ জন ভর্তি হয়েছেন। আর হাসপাতাল ছেড়েছেন ২২ জন।

এর আগে মঙ্গলবার রাতে রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তাদরে মধ্যে দুই জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ৫৫০ জনের। তাদের মধ্যে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।