মায়ের ওষুধ নিয়ে ফেরা হলো না

বগুড়ার সোনাতলায় অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র আবদুর রশিদ (২৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার কলেজ স্টেশন বটতলা কালিমন্দির সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আবদুর রশিদ বগুড়ার সোনাতলা উপজেলার সিহিপুর গ্রামের ছবিবর রহমানের ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে ডিগ্রি পাস করেন। আজ দুপুরে অসুস্থ মায়ের জন্য ওষুধ
কিনতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পার্শ্ববর্তী গাবতলীর ওষুধের দোকানে যাওয়ার পথে সোনাতলা কলেজ স্টেশন বটতলায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রশিদ রাস্তায় ছিটকে পড়লে মাথায় গুরুতর আঘাত পান। পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) বকুল মিয়া জানান, নিহত কলেজছাত্রের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। সোনাতলা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।