ইমো ব্যবহারকারীরাই তাদের টার্গেট ছিল

ফ্রি ভিডিও-অডিও কল অ্যাপ ইমো হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে নাটোরের র‍্যাব-৫। রবিবার (১৯ সেপ্টেম্বর) রাতব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সিরাজুল ইসলাম (৩০), ফজলুর রহমান (৩৬), নাজমুল (২০), মেহেদী হাসান রাজা (১৯), আবুল কালাম আজাদ (২১) ও আশিক আহমেদ (১৯)।

র‍্যাব-৫-এর কমান্ডার সানরিয়া চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাতব্যাপী লালপুর উপজেলার  মহারাজপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪২টি সিম কার্ড ও ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ বিষয়ে লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি জানান, তারা ছিল সংঘবদ্ধ প্রতারক চক্র। আধুনিক প্রযুক্তিতে পারদর্শী। তাদের প্রধান টার্গেট ছিল প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারী। তারা দীর্ঘদিন থেকেই ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে দেশি-প্রবাসী ইমো ব্যবহারকারীদের আইডি হ্যাক করতো। পরবর্তী সময়ে ভুক্তভোগীদের পরিচিতদের কাছ থেকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতো।