রামেকের করোনা ইউনিটে ২৬ দিনে ১৫০ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় দুই ও উপসর্গে দুই জন মারা গেছেন। এ নিয়ে রামেকের করোনা ইউনিটে চলতি মাসের ২৬ দিনে মোট ১৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেলো।

রবিবার (২৬ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জের দুই এবং রাজশাহী ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন। ছাড়পত্র পেয়েছেন ২২ জন। রবিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে ভর্তি ছিলেন ১১৪ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ২৪০টি।

তিনি আরও জানান, শনিবার (২৫ সেপ্টেম্বর) রাজশাহী জেলার মোট ২১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৫ জনের। সংক্রমণের হার ৬ দশমিক ৯৭ শতাংশ।