পদ্মা নদীতে নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৪ 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় আরও দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো চার জনে। বুধবার দুপুর আড়াইটার দিকে পাঁকা ইউনিয়নের পদ্মা নদীর লক্ষ্মীপুর চর এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বী এবং শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সিরাজ উদ্দিন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে জীবিত উদ্ধার করা গেছে। তবে কতজন নিখোঁজ সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে জীবিত অবস্থায় উদ্ধার করা ব্যক্তিদের মতে, এখনও পাঁচ থেকে আট জন নিখোঁজ রয়েছেন।

নিহতরা হলেন– পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী নিলুফার বেগম (৬২) ও তার নাতনি মাইশা(৬), সদর উপজেলার নারায়ণপুর গ্রামের ফিটুর দুই শিশু সন্তান আয়েশা (৫) ও আসমাউল (৮)। 

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আলী রাব্বী বলেন, ‘উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি ঘাট থেকে দুপুরে নৌকাটি অন্তত ৩০-৩৫ জন যাত্রী নিয়ে পদ্মার ওপারে পাঁকা ইউনিয়নের দশরশিয়া বাজার যাওয়ার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও প্রচণ্ড স্রোতের মধ্যে পড়ে ডুবে যায়।’

শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সিরাজ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও রাজশাহীর একটি ডুবুরিদল, থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় বিকালে উদ্ধার কাজ শুরু করা হয়। রাত ৮টা পর্যন্ত চার জনের মরদেহ এবং ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রাত হয়ে যাওযায় বর্তমানে উদ্ধার কাজ বন্ধ রাখা হয়েছে। আগামীকাল আবারও উদ্ধার কাজ শুরু হবে।