সিংড়ায় ভারতীয় লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর

নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারতীয় লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি আম্বুলেন্সটি হস্তান্তর করেন। এটি গ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ সময় সঞ্জীব কুমার ভাটি বলেন, অ্যাম্বুলেন্সটি আধুনিক যন্ত্রপাতি সংবলিত। এর মাধ্যমে হাসপাতালে যাওয়ার পথে রোগীদের মানসম্মত জরুরি সেবা এবং ট্রমা লাইফ সাপোর্ট দেওয়া যাবে। 

গত মার্চ মাসে বাংলাদেশ সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দিতে চেয়েছিলেন। ওই ঘোষণার ধারাবাহিকতায় অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হলো।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধূরী জলি, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ।