বগুড়ায় দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

বগুড়ায় দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।  শারদীয় দুর্গাপূজার মণ্ডপগুলোতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) রাতে তাদের মোতায়েন করা হয়। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসক জিয়াউল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে যাতে বগুড়ার আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে জন্য আগেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) রাতে দুই প্লাটুন বিজিবি সদস্য এসেছে। তারা বগুড়া জিলা স্কুলে অবস্থান করছেন। বিজিবি সদস্যরা আগামী শনিবার পর্যন্ত থাকবেন। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত জেলার কোথাও কোনও অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।