চলনবিলে ফাঁদমুক্ত হলো শতাধিক পাখি

নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিলে অতিথি পাখি শিকারের বিরুদ্ধে মাঠে নেমেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা। সোমবার সকালে শিকারিদের ফাঁদ আটকানো শতাধিক বক পাখিকে মুক্ত করেন তিনি।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী, আওয়ামী লীগ নেতা এমদাদুল হক মোল্লাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ নেতা আব্দুল বারী বলেন, ‘বেশ কিছুদিন থেকেই উপজেলার বিভিন্ন বিলে কিছু অসাধু ব্যবসায়ী এবং পাখি শিকারিরা ফাঁদ দিয়ে অতিথি পাখি শিকার ও বিক্রি করছে। বিষয়টি নজরে এলে অভিযানের সিদ্ধান্ত নেন মেয়র। এরই অংশ হিসেবে সোমবার ভোরে উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা ও বামনবাড়িয়া মাঠে অভিযান চালানো হয়। এ সময় বিশটি ফাঁদ থেকে শতাধিক বক উদ্ধার শেষে অবমুক্ত করা হয়। তবে পালিয়ে যাওয়ায় শিকারিদের ধরা সম্ভব হয়নি।’

পৌর মেয়র শিকারিদের ফাঁদ আটকানো বক অবমুক্ত করেনশাহনেওয়াজ আলী মোল্লা জানান, পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। তারপরও যেসব অসাধু ব্যক্তি পাখি শিকার করছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এখন থেকে পৌর সদরের বিভিন্ন মাঠে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হবে।