চলনবিলে মুক্ত হলো দেড় শতাধিক পাখি, দুই শিকারির জরিমানা

বেশ কিছুদিন থেকেই অতিথি পাখি শিকার বন্ধ ও শিকারিদের ধরতে অভিযান চললেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন শিকারিরা। তাই পাখি শিকারিদের ধরতে বৃহস্পতিবার ভোরে অভিযান চালালেন চলনবিল অধ্যুষিত গুরুদাসপুর উপজেলার ইউএনও। চার কিমি পথ হেঁটে ধরলেন দুই শিকারিকে। তাদের জরিমানা করে মুক্ত করা হয়েছে দেড় শতাধিক অতিথি পাখি।

ইউএনও তমাল হোসেন জানান, দুই শিকারিকে দুই হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ ওই অভিযানে তার নেতৃত্বে পুলিশ, গ্রামপুলিশ ও পাখিপ্রেমীসহ দশ জন অংশ নেন।

ইউএনও বলেন, ‘বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলার ধারাবারিষা ও নাজিরপুর ইউনিয়নের ধারাবারিষা, সিধুলী, চলনালি, চরকাদহ, নাজিরপুর, রাণীনগরসহ প্রায় ১৫টি মাঠে পরিবেশকর্মীদের নিয়ে ওই অভিযান পরিচালনা করা হয়। সে সময় পাখি শিকার করার ২৫টি কিল্লা বা ফাঁদ জব্দ এবং ২৫টি বকসহ দেড় শতাধিক অতিথি পাখি উদ্ধার করা হয়। চলনালি মাঠ থেকে ওই এলাকার পাখি শিকারি সেলিম হোসেন ও আহমদ আলীকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি জানান, জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিন পরিবেশকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।