ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো স্কুলছাত্রসহ ২ জনের

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রসহ দুই জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও দুই জন। রবিবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার দাইমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো—উপজেলার কোলগ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে বড় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মো. সাগর (১৬) এবং একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ভ্যানচালক আশিক (১৫)। 

আহতরা হলো—কোলগ্রামের হারুনার রশিদের ছেলে বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজের একাদশ শ্রেণির ছাত্র শ্রাবণ (১৭) এবং দাইমপুর গ্রামের মৃত ফজে উদ্দিনের ছেলে মোস্তফা কামাল (৫৫)।

প্রত্যক্ষদর্শী মিলন হাবিব জানান, দুপুরে হতাহতরা গ্রাম থেকে মোবাইল ফোন মেরামতসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে আশিকের ভ্যানে দুপচাঁচিয়া সদরে আসছিলেন। বিকাল পৌনে ৩টার দিকে দুপচাঁচিয়া-মোলামগাড়ি সড়কের দাইমপুর এলাকায় পৌঁছালে ভ্যানের এক্সেল ভেঙে যায়। এতে তিন যাত্রী ও ভ্যানচালক সড়কে পড়ে যায়। এ সময় পেছন দিক থেকে আসা একটি মিনি ট্রাক তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। 

গুরুতর আহত সাগর, আশিক ও শ্রাবণকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে এবং মোস্তফা কামালকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর শজিমেক হাসপাতালে সাগর ও আশিক মারা যায়।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানান, ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।