কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১

কোটি টাকা মূল্যের ১৯০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। এ সময় আমজাদ হোসেন (৫৫) নামে এক মূর্তি ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ র‌্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আটক আমজাদ নওগাঁর আটনিতাপাড়া গ্রামের হাইতুল্লা পেদার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ বৃহস্পতিবার ভোরে নওগাঁর রাণীনগর ৫নং বড়গাছা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাদল মিয়ার বাড়িতে অভিযান চালায়। ১৯০ কেজি ওজনের কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। এ সময় আমজাদ নামের মূর্তি ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও  জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমজাদ দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকা থেকে মূর্তি কিনে বিদেশে পাচার করে বলে স্বীকার করেছেন। আটক ব্যক্তিকে উদ্ধার আলামতসহ রাণীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।