চাচার চেয়ে ৭ গুণ বেশি ভোট পেয়ে মেয়র হলেন টুকুপুত্র

পাবনার বেড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আসিফ শামস রঞ্জন। তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকুর ছেলে।

রবিবার (২৮ নভেম্বর) রাতে জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, এ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আসিফ শামস রঞ্জন পেয়েছেন ২১ হাজার ৮৮৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র আব্দুল বাতেন নারিকেল গাছ প্রতীকে তিন হাজার ৬৬০ ভোট পেয়েছেন। পরাজিত আব্দুল বাতেন সংসদ সদস্য শামসুল হক টুকুর ভাই। আসিফ শামস রঞ্জনের আপন চাচা। বাতেনকে ১৮ হাজার ২২৩ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন ভাতিজা আসিফ শামস।

এ ছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এএইচএম ফজলুর রহমান মাসুদ রেল ইঞ্জিন প্রতীকে তিন হাজার ৪৭৯, স্বতন্ত্র প্রার্থী কে এম আব্দুল্লাহ জগ প্রতীকে ৮১৭ ভোট এবং শামসুল হক টুকুর ভাতিজি এসএম সাদিয়া আলম মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ২২৫ ভোট।

এদিকে বেড়া পৌরসভার নির্বাচন নিয়ে নানা শঙ্কা থাকলেও নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। ভোটের প্রচার চলাকালে নানা অপ্রীতিকর ঘটনার কারণে এই নির্বাচনের দিকে নজর ছিল সবার। তবে স্বতন্ত্র প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়া, প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করাসহ নানা অনিয়মের অভিযোগ ছিল স্বতন্ত্র প্রার্থীদের।

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘কোনও অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ আমরা সবাই আন্তরিকভাবে সচেষ্ট ছিলাম।’