শিক্ষার্থী ভর্তিতে বাড়তি টাকা আদায়ের অভিযোগে অধ্যক্ষকে শোকজ

শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত ফির নামে বাড়তি অর্থ আদায়ের অভিযোগে নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে শোকজ করা হয়েছে।

রবিবার (২ জানুয়ারি) বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান স্বাক্ষরিত ওই শোকজ পাঠানো হয়। তিন কর্মদিবসের মধ্যে এর জবাব দিতে বলেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান সোমবার বিকালে জানান, সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ভর্তিতে অতিরিক্ত ফির নামে বাড়তি অর্থ আদায় হচ্ছে- এমন অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন অভিভাবক। এতে দাবি করা হয়, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত একজন শিক্ষার্থীকে ভর্তি হতে হলে গুনতে হচ্ছে দুই হাজার থেকে দুই হাজার ৮০০ টাকা পর্যন্ত। যা অন্যান্য স্কুলের ক্ষেত্রে মাত্র ৫০০/৭০০ টাকা। আবার কোনও শিক্ষার্থীকে আদায় করা টাকার রশিদ দেওয়া হয়নি। বিষয়টি জানার পর ওই অধ্যক্ষকে শোকজ পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু জানান, নির্ধারিত সময়ের মধ্যে শোকজের জবাব দিতে প্রস্তুতি নিচ্ছেন।