৩ গুণ বেশি ভোট পেয়ে তৃতীয় লিঙ্গের কাজলীর জয়

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন তৃতীয় লিঙ্গের কাজলী খাতুন।

তাড়াশ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার (৫ জানুয়ারি) উপজেলার চার ইউনিয়নে ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে একটি তালম ইউনিয়ন। নির্বাচনে কাজলীর প্রতীক ছিল বক।

উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় জানান, নির্বাচনে তিনটি কেন্দ্রের ফলাফলে বক প্রতীকে কাজলী খাতুন ওরফে জাহাঙ্গীর আলম দুই হাজার ১৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছবিরন রানী পেয়েছেন ৭৯৫ ভোট।

জয়ী কাজলী খাতুন বলেন, ‘আমরাও এ দেশের গর্বিত মানুষের অংশ। তাই আমাদের অধিকার আদায়ে এ নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। এলাকার ভোটাররা আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমি এর প্রতিদান হিসাবে জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন করবো।’