নাতির কোলে চড়ে ভোট দিলেন শতবর্ষী শুকুর আলী

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেওয়ার ইচ্ছা ছিল শতবর্ষী শুকুর আলীর। কিন্তু বয়সের ভারে তিনি হাঁটতে-চলতে পারেন না। পরে তার ইচ্ছা পূরণে এগিয়ে আসেন নাতি মোহাম্মদ আলী।

রবিবার (১৬ জানুয়ারি) সকালে নাটোর পৌরসভা নির্বাচনে ভোট দিতে নাতির কোলে চড়ে বড় হরিশপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসেন ১০০ বছর বয়সী শুকুর আলী। এরপর পছন্দের প্রার্থীকে ভোট দেন।

মোহাম্মদ আলী জানান, তাদের বাড়ি সদর উপজেলার গুনারী গ্রাম এলাকায়। দীর্ঘদিন ধরে শুকুর আলী অসুস্থ। কিন্তু ইভিএমে ভোট দেওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি। দাদার ইচ্ছামতো বাড়ি থেকে কোলে করে গাড়িতে ওঠান। এরপর শহরের বড় হরিশপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিয়ে আসেন।

ইভিএমে ভোট দিতে আসেন ১০ বছর ধরে অসুস্থ মাজেদা বেগম

শুকুর আলী বলেন, ‘জীবনে প্রথমবার ইভিএমে ভোট দিলাম। খুব খুশি লাগছে। পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।’

তার মতো ইভিএমে ভোট দিতে এসেছেন ৫৮ বছর বয়সী মাজেদা বেগম। ১০ বছর ধরে অসুস্থ তিনি। তার বাড়ি হরিশপুর এলাকায়।

মাজেদা বেগম জানান, ১০ বছর ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। কিন্তু ইভিএমে ভোট দিতে কষ্ট করে কেন্দ্রে এসেছেন। প্রতিবেশী একজনের সহযোগিতায় ভোট দিয়েছেন তিনি।

উল্লেখ্য, নাটোর পৌরসভায় মেয়র পদে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৩০টি কেন্দ্র ভোটগ্রহণ চলছে। পৌরসভায় মোট ভোটার প্রায় ৬৪ হাজার ২৩৪।