পৌর নির্বাচন

নাটোরে নৌকা ও বাগাতিপাড়ায় জগের জয়

নাটোর পৌরসভায় ২০ হাজার ৬৫৯ ভোটে নৌকা প্রতীকের প্রার্থী উমা চৌধুরী মেয়র পদে জয়লাভ করেছেন। এদিকে বাগাতিপাড়া পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম লেলিন জগ প্রতীকে দুই হাজার ২৮৭ ভাট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৬ জানুয়ারি) রাতে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. আছলাম এবং অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও বাগাতিপাড়ার রিটার্নিং কর্মকর্তা আহমেদ আলী এ তথ্য জানান।

মো. আছলাম জানান, নাটোর পৌরসভায় মোট ৩০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ছয় হাজার ৮৭৭ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী জয়লাভ করেছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী শেখ এমদাদুল হক আল মামুন নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৭৮২ ভোট।

আহমেদ আলী জানান, মোট ৯টি কেন্দ্রে ভোটের ফলাফলে শরিফুল ইসলাম লেলিন মেয়র পদে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মইমুর সুলতান নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন দুই হাজার ১৮৮ ভোট।

উল্লেখ্য, নাটোর পৌরসভায় মেয়র পদে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৩০টি কেন্দ্র ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভায় মোট ভোটার প্রায় ৬৪ হাজার ২৩৪।