নাটোরে দেড় বছর বয়সী শিশুর করোনা শনাক্ত

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় দেড় বছর বয়সী এক শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নাটোরে ৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে র‍্যাপিড অ্যান্টিজেনে ৬২ ও জিন এক্সপার্ট মেশিনে ২০ নমুনা পরীক্ষায় মোট ২০ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে একজন দেড় বছর বয়সী শিশু রয়েছে।

সিভিল সার্জন জানান, করোনা আক্রান্ত শিশুর নাম মাশরাফি। সে বাগাতিপাড়া উপজেলার টুনিপাড়া গ্রামের মামুনের ছেলে।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫০০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে ১২ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সংস্থাটি আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশ। এখন পর্যন্ত মারা গেছেন ২৮ হাজার ১৭৬ জন এবং শনাক্ত ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭৩ জন, মোট সুস্থ ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জন।