বাসের ধাক্কায় প্রাণ গেলো পল্লী চিকিৎসকের

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মোটরসাইকেলে বাসের ধাক্কায় রাসেল আহমেদ (৩০) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বাঁশের ব্রিজ ও জামতলী এলাকার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে। রাসেল উপজেলার দাঁতমালিকা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি রণবাঘা বাজারে ভাই ভাই ফার্মেসির মালিক। সেখানে বসে এলাকাবাসীকে প্রাথমিক চিকিৎসা দিতেন। 

স্থানীয়রা জানায়, দুপুরে ভাগনিকে নাটোরের সিংড়া উপজেলায় রেখে মোটরসাইকেলে রণবাঘায় ফার্মেসিতে ফিরছিলেন রাসেল। নন্দীগ্রামের বাঁশের ব্রিজ ও জামতলী এলাকায় বসুন্ধরা পরিবহন নামে একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি বগুড়া-নাটোর মহাসড়কে ছিঁটকে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয়। 

নন্দীগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল বারী বারেক জানান, রাসেল আহমেদের মরদেহ বাড়িতে আনা হয়েছে। 

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘাতক বাসকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।