জয়পুরহাটের কুসুম্বায় ৩ গুণ বেশি ভোটে নৌকার প্রার্থীর জয়

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নে ১৫ হাজার ৪৮৭ ভোট পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী পেয়েছেন পাঁচ হাজার ৫২ ভোট।

এ ইউনিয়নে নৌকা প্রতীকে জিহাদ মণ্ডল ও আনারস প্রতীকে বর্তমান চেয়ারম্যান মুক্তার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন। সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাঁচবিবি উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।

সপ্তম ধাপের ইউপি নির্বাচনে পাঁচবিবি উপজেলার দুই ইউপিতে ভোট হওয়ার কথা থাকলেও রবিবার (৬ ফেব্রুয়ারি) রাতে আওলাই ইউনিয়নে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। সোমবার কুসুম্বা ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।