ট্রান্সফর্মার চুরি করতে খুঁটিতে চোর, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

বগুড়ার গাবতলীতে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সানোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতের কোনও এক সময় উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, সানোয়ার হোসেন ওরফে সান্না মিয়া গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের মিরপুর গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে। তিনি স্থানীয় ইটভাটায় কাঁচা ইট তৈরির শ্রমিক ছিলেন। শ্রমিকের ছদ্মবেশে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক সরঞ্জাম চোর চক্রের সঙ্গে জড়িত ছিলেন।

জানা গেছে, সান্না মিয়া সোমবার রাতের কোনও একসময় গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর মাঝিপাড়া গ্রামে শিবগঞ্জের মোকামতলা পল্লী বিদ্যুৎ সমিতির ৪৪০ ভোল্টের ট্রান্সফর্মার চুরি করতে যান। সেখানে শ্যালো মেশিন ঘর সংলগ্ন বৈদ্যুতিক খুঁটিতে উঠে ট্রান্সফর্মার চুরির চেষ্টা করেন। এ সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে নিচে ছিটকে পড়েন। হাত ও পা পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাবতলী থানার ওসি সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে মঙ্গলবার সকালে তার ঝলসে যাওয়া লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের পাশে বৈদ্যুতিক তার কাটার যন্ত্র পাওয়া গেছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ওই ব্যক্তি বৈদ্যুতিক সরঞ্জাম চুরি চক্রের সদস্য।