রাজশাহী মেডিক্যালের করোনা ইউনিটে এক বৃদ্ধের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়। ষাটোর্ধ্ব ওই বৃদ্ধ রাজশাহী জেলার বাসিন্দা।

রবিবার রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে একজন রোগী মারা গেছেন। এর বাইরে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে কোনও রোগী মারা যাননি।

এদিকে, রামেকের করোনা ইউনিটে রবিবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৫৪ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৫ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭ জন। করোনা শনাক্ত হয়নি ভর্তি হওয়া দুই জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন দুই জন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ জন।

এর আগে, শনিবার (১২ ফেব্রুয়ারি) রামেক হাসপাতাল ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয় আট জনের। একই দিনে রামেক ল্যাবে ৩৫৩টি নমুনা পরীক্ষায় ৮৯ জনের করোনা শনাক্ত হয়। রাজশাহী জেলার ১৮৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ২৮ জনের। জেলায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৪ শতাংশ।

একই ল্যাবে জয়পুরহাটের ৩০টি নমুনা পরীক্ষায় ২০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮৭টি নমুনা পরীক্ষায় ২০ জন এবং নাটোরের ৭১টি নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে জয়পুরহাটে করোনা শনাক্তের হার ৬৬ দশমিক ৬৭, চাঁপাইনবাবগঞ্জে ২২ দশমিক ৯৯ এবং নাটোরে ২৯ দশমিক ৫৮ শতাংশ।