নাটোরে ৬ দিনব্যাপী বইমেলা শুরু

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাটোরে শুরু হয়েছে ছয় দিনব্যাপী অমর একুশে বইমেলা। সোমবার বিকাল সাড়ে ৩টায় শহরের কানাইখালী মাঠে বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, শিক্ষাবিদ অধ্যাপক সুবীধ মৈত্র ও দিঘাপতিয়া এম কে কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। মেলা উদ্বোধনের পর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক কমিটি জানায়, প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা  চলবে।

এদিকে, কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাবের সামনে একদিনের একুশের পথ বইমেলার আয়োজন করেছে দৈনিক প্রান্তজন পত্রিকা কর্তৃপক্ষ। সকাল থেকে ওই বইমেলায় বই বিক্রির পাশাপাশি লেখক, কবি, সাহিত্য্যিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের অংশগ্রহণে চলে আলোচনা সভা।