বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো সাবেক ক্রিকেটারের

বগুড়ার শাজাহানপুর উপজেলায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় মাহবুবার রহমান লিটন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বয়ড়াদীঘি এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

লিটন সাবেক ক্রিকেটার। তিনি বগুড়া শহরের লতিফপুর কলোনীর নুরুল আমিনের ছেলে। একটি মোবাইল ফোন কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন লিটন।

নিহতের বড় ভাই ফয়সাল জানান, কাজ শেষে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে  মোটরসাইকেলে শহরে ফিরছিলেন লিটন। বয়ড়াদীঘি এলাকায় মহাসড়কে পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। লিটন মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। পরে তিনি সেখানে মারা যান। 

ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এসআই শামীম হোসেন জানান, নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, লিটন জেলা ক্রিকেট লীগে খেলতেন। এছাড়া অনূর্ধ্ব ১৩, ১৫ ও ১৭ দলেও খেলেছিলেন তিনি।