মহাস্থানগড়ে প্রত্নতত্ত্ব অধিদফতরের খননকাজ শুরু

বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে আবারও খননকাজ শুরু হয়েছে। প্রত্নসম্পদ খুঁজে বের করা, সংরক্ষণ ও গবেষণার উদ্দেশ্যে চলছে এই খননকাজ। মঙ্গলবার (১ মার্চ) সকাল থেকে মহাস্থানগড়ের বৈরাগীর ভিটায় মাটি খনন শুরু করে প্রত্নতত্ত্ব অধিদফতর। এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রত্নতত্ত্ব অধিদফতরে রাজশাহী ও রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানা।

ড. নাহিদ সুলতানা বলেন, ‘প্রত্নতত্ত্ব খননের মাধ্যমে আড়াই হাজার বছরের প্রাচীন নিদর্শন উন্মোচন হবে। এসব নিদর্শন সংস্কার, সংরক্ষণ ও গবেষণা করে যাদুঘরে প্রদর্শন করা হবে।’

তিনি আরও বলেন, ‘প্রত্নতত্ত্ব অধিদফতরের নিজস্ব উদ্যোগে খনন শুরু হয়েছে। মাসব্যাপী খননকাজ চলবে। এর আগে সর্বপ্রথম ১৯৩৪-১৯৩৬ সালে ভারতীয় প্রত্নতত্ত্ববিদ কেএন দীক্ষিত বৈরাগীর ভিটায় খননকাজ শুরু করেছিলেন। খনন শেষ হলে মার্চের শেষে মহাস্থানগড়ে পুরাকীর্তির ওপর একটি প্রদর্শনীর আয়োজন করা হবে।’

খননকাজ উদ্বোধনকালে ছিলেন– মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ান ও খনন কার্যক্রমের দলনেতা রাজিয়া সুলতানা, প্রধান নকশা অঙ্কনকারী আফজাল হোসেন, আলোকচিত্রকর আবুল কালাম আজাদ ও সার্ভেয়ার মুরশিদ কামাল ভূঁইয়া।