আ.লীগ নেতারা নিরাপদ দেশের খোঁজ শুরু করেছেন: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আওয়ামী লীগের নেতারা নিরাপদ দেশের খোঁজ শুরু করেছেন। কিন্তু আমেরিকা-কানাডা তাদের দুয়ার আগেই বন্ধ করে দিয়েছে। দুর্নীতি দুঃশাসন থেকে মুক্তি পেতে আওয়ামী লীগ সরকারের খুব দ্রুত পতন ঘটানো হবে।’

শুক্রবার (১১ মার্চ) দুপুরে বগুড়া সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। বগুড়ার শহরতলির শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

গয়েশ্বর বলেন, ‘দুর্নীতি দুঃশাসন, লুট, খুন ও মুদ্রা পাচারে যারা শিরোপা অর্জন করেছে, তাদের ক্ষমতায় রেখে বাংলাদেশের নাগরিক হিসেবে অহংকার বোধের কিছু নেই। এটা লজ্জা এবং অপমানের। পৃথিবীতে জন্ম নিয়েছি শ্রেষ্ঠ মানুষ হিসেবে, সেই হিসেবে আমরা যদি শ্রেষ্ঠত্ব দাবি করতে চাই, আমাদের মান সম্মান রক্ষার দায়িত্ব আমাদের, অন্যের নয়।’

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সোলায়মান আলীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন, জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশা। সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আলী আজগর হেনার সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, এ কে এম মাহবুবর রহমান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান শামীম, সিলেট বিভাগের ডা. সাখাওয়াত হাসান জীবন, কুমিল্লা বিভাগের মোস্তাক মিয়া, বরিশাল বিভাগের অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, ফরিদপুর বিভাগের শামা ওবায়েদ, ঢাকা বিভাগের আব্দুস সালাম আজাদ, রাজশাহী বিভাগের ওবায়দুর রহমান চন্দন, খুলনা বিভাগের অনিন্দ ইসলাম অমিত প্রমুখ।

সর্বশেষ ২০১০ সালে বগুড়া সদর উপজেলার সম্মেলন হয়েছিল। উপজেলার ১০ ইউনিয়নের ৭১০ জন
কাউন্সিলর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে তাদের ভোটাধিকার শুরু করেন। সম্মেলনে সভাপতি পদে দুই জন এবং সাধারণ সম্পাদক পদে তিন জন প্রার্থী রয়েছেন।।