রাজশাহীতে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন ১৪ জন

রাজশাহীতে এইচএসসির পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে সাত জন শিক্ষার্থী পাস করেছেন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন। রবিবার (১৩ মার্চ) পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে রাজশাহী শিক্ষা বোর্ড।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন তিন হাজার ৮৫৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ৩৪ জনের নম্বর পরিবর্তিত হয়েছে।

এর আগে ১৩ ফেব্রুয়ারি এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ।

এইচএসসি পরীক্ষায় এই বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৫০ হাজার ৯১৮ জন। এর মধ্যে এক লাখ ৪৭ হাজার ৪৮৪ জন পরীক্ষায় অংশ নেন। পাস করেছিলেন এক লাখ ৪৩ হাজার ৪৮৯ জন। পুনর্নিরীক্ষার পর পাস করা শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ালো এক লাখ ৪৩ হাজার ৫২৩ জনে।

জিপিএ-৫ পেয়েছিলেন ৩২ হাজার ৮০০ জন। এর মধ্যে ১৪ হাজার ৪০০ ছাত্র এবং ১৮ হাজার ৪০০ ছাত্রী। এছাড়া ফলাফল পুনর্নিরীক্ষার পর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৮১৪ জনে।