বরের বয়স ১৮, জরিমানা দিলেন চাচা

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালি গ্রামে ১৮ বছর বয়সী বরের সঙ্গে ২৫ বছরের কনের বিয়ের ঘটনা ঘটেছে। সরকারি নির্দেশনা অমান্য করে বিয়ের আয়োজন করায় বরের চাচাকে জরিমানা করেছে প্রশাসন।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়াম খাতুন ওই জরিমানার আদেশ দেন। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন উপস্থিত ছিলেন।

হাবিবা খাতুন জানান, শুক্রবার দুপুরের পর ওই বর ও কনের বিয়ের দিন ধার্য ছিল। খবর পেয়ে ইউএনও কনের বাড়িতে পৌঁছার আগেই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়ে যায়। পরে বাল্যবিয়ের দায়ে অভিভাবক হিসেবে উপস্থিত বরের চাচা মজিবর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।