ফুটপাতে ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, ধানক্ষেতে যুবকের লাশ

পাবনার বেড়া উপজেলার একটি ধানক্ষেত থেকে ইমরান হোসেন (২৫) নামে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরে ওই যুবককে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

রবিবার (২৭ মার্চ) সকালে উপজেলার পৌর এলাকার সান্যালপাড়ার আল-হেরা নগরের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে বেড়া মডেল থানা পুলিশ। নিহত ইমরান হোসেন বেড়া উপজেলার করমজা গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে। পৌর এলাকার ফুটপাতে বাবার সঙ্গে কাপড় বিক্রি করতেন তিনি।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ফুটপাতে ব্যবসা করা নিয়ে কয়েকজনের সঙ্গে তার বিরোধ চলছিল। শনিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফেরেন। কিছুক্ষণ পর বাসা থেকে বের হয়ে আর ফেরেননি।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ্র সরকার বলেন, সকালে আল-হেরা নগরীর ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।